★★হেপাটাইটিস বি- বিশ্বে প্রায় ১৩ কোটি মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হয়। এ রোগে প্রতি বছর ৭.৫ লাখেরও বেশি মানুষ মারা যায়। এদের মধ্যে প্রায় ৩ লাখ মারা যায় যকৃতের ক্যান্সারে আক্রান্ত হয়ে। বর্তমানে এ রোগটি এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায় বেশি দেখা যায়। এ সব অঞ্চলে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৫-১০% দীর্ঘস্থায়ী সংক্রমণে আক্রান্ত। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫-৭ভাগ এই ভাইরাসের দীর্ঘমেয়াদি বাহক।হেপাটাইটিস-বি এর সংক্রমণ ক্ষমতা এইডস এর চেয়েও ৫০-১০০ গুণবেশি।

★★বিশ্বে প্রতি বছর ২১.৬ মিলিয়ন মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় আর মারা যায় প্রায় ২,০০,০০০ মানুষ। বিশ্বের টাইফয়েড রোগীর ৮০% ই বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোর অধিবাসী।বাংলাদেশে প্রতি ১০০০ শিশুতে ২০ জন টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে ৮৫% ই ২-৪ বছরের শিশু।​

প্রতি মাসের প্রথম শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কার্যালয়ে হেপাটাইটিস বি এবং টাইফয়েড প্রতিরোধে ভ্যাক্সিনেশন কর্মসূচীর আয়োজন করে থাকে। 

#হেপাটাইটিস_বি

*ভ্যাক্সিন: HEPA B

*ডোজ :০,১,২,১২মাস

*মূল্য : ৫০০ টাকা -(মেডিকেল শিক্ষার্থী,ডাক্তার, নার্স )

: ৫৫০ টাকা – ননমেডিকেল

*স্ক্রিনিং চার্জ – ১০০টাকা (১ম ডোজের সময় )

#টাইফয়েড
ভ্যাক্সিন : Vaxphoid
ডোজ: ১টি ডোজ ৩ বছরের জন্য সুরক্ষা দেয়

বয়স সীমা: ২ বছরের ঊর্ধ্বে।

মূল্য : ৩০০ টাকা

আসুন ঘাতকব্যাধি হেপাটাইটিস বি এবং টাইফয়েডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।