“প্রতিদিনকার মত ব্যস্ততার মধ্যে তপু রওনা হলো কলেজের উদ্দেশ্যে….. পথে হঠাৎ দেখা বন্ধু আনিসের সাথে। তপুকে দেখে নিজেকে সামলে রাখতে পারলো না আনিস….. কান্নায় ভেঙে পড়লো। তপু জানতে পারলো আনিসের বাবা গতকাল সড়ক দুর্ঘটনায় তাঁর দৃষ্টিশক্তি হারিয়েছেন… হয়তো কখনো আর পৃথিবীর আলো দেখতে পাবে না। তপু সব বিস্তারিত জেনে আনিসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো ও তাকে মরণোত্তর চক্ষুদান সম্পর্কে জানালো।
দীর্ঘ এক বছর পর আজ আনিসের বাবা তাঁর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। আনিস নিজেও আজ মরণোত্তর চক্ষুদান করতে অঙ্গীকারবদ্ধ।”
এমন হাজারো গল্পে মুখরিত আমাদের সবার জীবন….
আগামী ৫ই ফেব্রুয়ারি সন্ধানীর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের এবারের আয়োজন ‘গল্প লেখা’।
✍️বিষয়ঃ সন্ধানী ও আমার মানবিক অভিজ্ঞতা।
🔴 লেখা জমা দেওয়ার শেষ সময়: ৩রা ফেব্রুয়ারি, ২০২৩।
🔴 লেখা জমা দেওয়ার ঠিকানা- cmcunitsandhani@gmail.com
আপনার গল্পই হতে পারে কারো জন্য অনুপ্রেরণা।
🏆পুরস্কারঃ
১ম তিনজন পাবেন আকর্ষনীয় পুরস্কার এবং লিখাটি প্রকাশ পাবে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের বার্ষিক প্রকাশনায়।
🔻অভিজ্ঞতা লিখার নিয়মাবলীঃ
১) একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে।
২) ১০০০ এর বেশি শব্দে লিখা যাবে না।
🔻লেখা জমা দেয়ার নিয়মাবলীঃ
ভেরিফাইড ই-মেইল আইডি
থেকে নিজের নাম, পেশা, ফোন নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম লিখে লিখা পাঠাতে হবে।
বি.দ্র. বিচারকের নাম্বারের ভিত্তিতে বিজয়ী ঘোষনা করা হবে।
Summary :
On the occasion of Sandhani’s 46th anniversary on February 5, this year’s event is story writing.