শুধু জানা নই, জানাতে হবে সমাজকে
বিশ্ব হেপটাইটিস দিবসে জনসচেতনতা সৃষ্টিতে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট
আজ ২৮জুলাই, ২০২৩ইং
সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে “বিশ্ব হেপাটাইটিস দিবস” উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২নং গেইট সংলগ্ন এলাকায় হেপাটাইটিস বি, টাইফয়েড, জরায়ুমুখ ক্যান্সার এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাক্সিন বিষয়ক একটি মোটিভেশান প্রোগ্রাম এর আয়োজন করা হয়।
অংশগ্রহণে :
৬২ তম প্রজন্ম : রাজিয়া
৬৪ তম প্রজন্ম : সামিহা, তানজিনা, স্নেহা
সমন্বয়ক : স্নেহা.