ঈদ মোবারক

” পবিত্র ঈদুল আযহায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক প্রত্যেক মুমিনের অন্তর। “

ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ যার অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এ দিনটিতে প্রত্যেক মুমিন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মহান রবের সন্তুষ্টি কামনায় মহান আল্লাহর রাস্তায় বিভিন্ন পশু কুরবানি করে। কুরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ নিজের, এক ভাগ আত্মীয়স্বজন ও একভাগ গরীব মিসকিন অথবা সমাজে দেওয়া বিধান।

পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে- “অতএব, (কৃতজ্ঞতাস্বরূপ) তোমার প্রভুর উদ্দেশ্যে নামায পড় ও কুরবানি কর। (আল কাউছার : ০২)। তবে পশু কুরবানি করা মানেই দায়িত্ব শেষ নয়। বরং প্রত্যেক সার্মথ্যবান মানুষের উচিত কুরবানির তিনভাগের একভাগ আশেপাশের অসহায় মানুষগুলোকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। কুরবানির প্রকৃত শিক্ষা এতেই নিহিত।

সন্ধানী চমেক ইউনিটের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *