মোটিভেশন প্রোগ্রাম
আজ ৭ই ফেব্রুয়ারি, ২০২২ ইং
সন্ধানীর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগ নিউ মার্কেট, আগ্রাবাদের জাম্বুরি পার্ক, লাকী প্লাজা সংলগ্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ “স্বেচ্ছায় রক্তদান , ব্লাড গ্রুপিং ও মোটিভেশন কর্মসূচি” এর আয়োজন করা হয়।
মোট ব্লাড গ্রুপিংঃ ১১ টি
অংশগ্রহণেঃ
৬০ তম প্রজন্মঃ আমজাদ, সাদ, রিমা
৬১ তম প্রজন্মঃআইভি, জিম, কেয়া, জেরিন,
৬২তম প্রজন্মঃ সাদিয়া, দীপা, সাবা, নওশিন
সমন্বয়কঃ নওশিন জান্নাত