পিঠা উৎসব
আজ ৫ই ফেব্রুয়ারি , ২০২২ ইং
প্রকৃতিতে ঋতুর আবর্তনে হিমশীতল উত্তরের বাতাসে পিঠার মনকাড়া মিষ্টি সুগন্ধ নিয়ে শীত হাজির হয় প্রতিবছরের নিয়মে। হেমন্তে গোলায় ধান তোলার পর গ্রাম ভাসে আনন্দের বন্যায়। গ্রামীণ জনপদে মা বোনরা তখন নতুন চালের বিভিন্ন বাহারি পিঠা পুলি বানানোর পসরা নিয়ে বসে। পিঠার সেই মৌ মৌ গন্ধে ভরে ওঠে গ্রামবাংলার আবহমান প্রকৃতি ।
গ্রামবাংলার সেই ঐতিহ্য শহুরে আবহে ফিরিয়ে আনতে সন্ধানীর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধানীর অফিসে একটি পিঠা উৎসব ও মুভি শো এর আয়োজন করা হয়।
প্রকৃতিতে ঋতুর আবর্তনে হিমশীতল উত্তরের বাতাসে পিঠার মনকাড়া মিষ্টি সুগন্ধ নিয়ে শীত হাজির হয় প্রতিবছরের নিয়মে। হেমন্তে গোলায় ধান তোলার পর গ্রাম ভাসে আনন্দের বন্যায়। গ্রামীণ জনপদে মা বোনরা তখন নতুন চালের বিভিন্ন বাহারি পিঠা পুলি বানানোর পসরা নিয়ে বসে। পিঠার সেই মৌ মৌ গন্ধে ভরে ওঠে গ্রামবাংলার আবহমান প্রকৃতি ।
গ্রামবাংলার সেই ঐতিহ্য শহুরে আবহে ফিরিয়ে আনতে সন্ধানীর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধানীর অফিসে একটি পিঠা উৎসব ও মুভি শো এর আয়োজন করা হয়।