সন্ধানীর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আজ ৫ ই ফেব্রুয়ারি , ২০২২ ইং
১৯৭৭ সালের ৫ ই ফেব্রুয়ারি তে মানবতার সেবার মন্ত্রে জন্ম নেয়া সন্ধানীর আজ ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। । আর এই তাৎপর্যপূর্ণ দিনকে কেন্দ্র করে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট অফিসে কেক কাটার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান স্যার, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুল ইসলাম স্যার, সাফিয়া গাজী ম্যামসহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সম্মানিত উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, ডা. এ ইউ এম সলিমুল্লাহ , ডা. রেজাউল হক টিপু, ডা. নাজিমউদ্দিন বাপ্পী, ডা. ওমর ফয়সাল, ডা. নাজমুস সাকিব , তাসনোভা হাসানসহ সন্ধানীর সদস্যবৃন্দ।
এছাড়া দিন ব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে দিনটি পালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য
সন্ধানীর দেশব্যাপী বহুল আলোচিত ও প্রশংসনীয় “প্লাজমা ডোনার পুল” এর আওতায় করোনা আক্রান্তদের স্বেচ্ছায় কনভালেসেন্ট প্লাজমাদানকারী কোভিড হিরোদের এবং মরণোত্তর চক্ষুদাতার পরিবারের মধ্যে সম্মাননা স্মারক প্রদান
নগরীর প্রবর্তক মোড় ও জিইসি সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং মোটিভেশন প্রোগ্রামের আয়োজন
সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের অফিসে পিঠা উৎসব ও মুভি শো আয়োজন
৪৪ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় সন্ধানীর সাথে যুক্ত সকল চিকিৎসক স্যার ম্যাডাম, আজীবন সদস্য,উপদেষ্টামন্ডলী, সন্ধানীয়ান,রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা