সন্ধানীর মাসিক ড্রাগ ব্যাংকের কার্যক্রম

আর্তমানবতার সেবার ব্রত নিয়ে সন্ধানীর পথচলা। তারই ধারাবাহিকতায় ড্রাগব্যাংক, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ড্রাগব্যাংক, সন্ধানী চমেক ইউনিটের নিয়মিত কার্যক্রমের বিবরণ নিম্নরূপঃ #১লা জানুয়ারি -৩১শে জানুয়ারি ঃ সরবরাহকৃত ড্রাগের মোট মূল্য -১৩,২৫৯টাকা উপকৃত মোট রোগীর সংখ্যাঃ ১৬ জন বিশেষ কার্যক্রমঃ

১) সুলতানা নামক ২২ বছর বয়সী একজন রোগীকে ১,৩৯৬ টাকা সমমূল্যের ঔষধ সরবরাহ করা হয়।
২) আবদুর রব নামক ৫০ বছর বয়সী একজন রোগীর জন্য ১,৩০৪ টাকা সমমূল্যের ঔষধ সরবরাহ করা হয়।
৩) রুনু আকতার নামক ২২ বছর বয়সী একজন রোগীর জন্য ১,২২৫ টাকা সমমূল্যের ঔষধ সরবরাহ করা হয়।
৪) রিমু আকতার নামক ৪৫ বছর বয়সী একজন রোগীর জন্য ৯১৬ টাকা সমমূল্যের ঔষধ সরবরাহ করা হয়।

“জয় হোক মানবতার, জয় হোক সন্ধানীর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *