বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে নাটিকা
সাধারণ জ্বর, সর্দি, কাশি হলেই ডাক্তারের কাছে না গিয়ে ফার্মেসির দোকানদারের কাছ থেকেই ওষুধ খেতেই আমরা সবাই কম বেশি অভ্যস্ত । ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল জ্বর তা না জেনে শুনেই ফার্মেসী দোকানদারের দেওয়া এন্টিবায়োটিক টা খেয়ে দুইদিনে সুস্থ হয়ে যায় তবে কোর্স কমপ্লিট করা আর হয় না । আর এতেই আমরা নিজেদের অজান্তেই হয়ে পড়ি এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর শিকার ।
এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কি ? এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত হলেও জানার গণ্ডিটা শব্দটা শোনার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের একটু অসচেতনতাই অদূর ভবিষ্যতে আমাদের মৃত্যুর কারণ হতে পারে । তাই বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের এই পরিবেশন । আমাদের একটু সচেতনতাই পারে আমাদের নিজেদের আর পরিবারের মানুষগুলোকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে ।
“হোক সচেতনতার বিস্তার , চাই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার ।”
2021-11-20_1637444250116.mp4 – Google Drive