চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও মোটিভেশন প্রোগ্রামের আয়োজনে সন্ধানী

আজ ২১ ই নভেম্বর, ২০২১
বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে প্রথম আলো বন্ধুসভা , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সহযোগীতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে একটি সেমিনার ও মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয় ।

অংশগ্রহণেঃ
৫৯ তম প্রজন্মঃ তাসনোভা , তিলক , রোমান ,ফাহিম
৬০ তম প্রজন্মঃ মাত্রা , রিমা
৬১ তম প্রজন্মঃ আইবী , প্রিমুন , জেরিন , কেয়া ,তাহের ,জিম
৬২ তম প্রজন্মঃ শারমীন , মোহনা , শাকিলা ,পূজা ,ইয়াসিন , কাবিদ , জুবাইর
সমন্বয়কঃ প্রিমুন ,জুবাইর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *