মোটিভেশনাল প্রোগ্রাম ও লিফলেট বিতরণ

আজ ২০ নভেম্বর , ২০২১
বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে নিম্নলিখিত কর্মসূচি সমূহের আয়োজন করা হয় ।

⚫
⚫⚫ জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় , প্রবর্তক – গোল পাহাড় মোড়- জি ই সি মোড় এলাকায় লিফলেট বিতরণ ও মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয় ।

অংশগ্রহণেঃ
৬১ তম প্রজন্মঃ মীম , তাহের , কেয়া , নিলয় , উপমা
৬২ তম প্রজন্মঃ শারমীন , সাবা , শাকিলা
সমন্বয়কঃ কেয়া , উপমা

⚫⚫⚫ শহীদ রুমী স্কোয়াডের সহযোগীতায় সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ষোলশহর রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি লিফলেট বিতরণ ও মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয় ।

অংশগ্রহণেঃ উপদেষ্টা ডা. জারিন শরীফ সুপ্তি
৫৯ তম প্রজন্মঃ ফাহিম
৬১ তম প্রজন্মঃ আইবি
৬২ তম প্রজন্মঃ সিফাত, পূজা , সিয়াম , মোহনা
৬৩ তম প্রজন্মঃ মুমতাহিন , ইশহাত
সমন্বয়কঃ পূজা

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সন্ধানী চমেক ইউনিটের উদ্যোগে চালু হয়েছে জরায়ুমুখ ক্যান্সার (Cervical cancer) প্রতিরোধক টিকা প্যাপিলোভ্যাক্স ভ্যাকসিন ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধক Influvax tetra
toggle