নারী স্বাস্থ্য বিষয়ক সেমিনারে সন্ধানী
PCOS কি , মাসিক কত দিন পর পর হওয়াটা স্বাভাবিক , অস্বাভাবিক লোম উঠাই কি PCOS এর একমাত্র লক্ষণ , অস্বাভাবিক মাসিক কিভাবে বুঝবো এমন হাজারো প্রশ্নে জর্জরিত উৎসুক মেয়েদের মন । কিন্তু এই প্রশ্নগুলোর যুক্তিযুক্ত উত্তরটা জানা নেই আমদের সমাজের অধিকাংশ মেয়েদেরই ।
তাই উৎসুক মনের সেই প্রশ্নগুলোর উত্তর জানাতেই এবং নারীস্বাস্থ্য বিষয়ে মেয়েদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সদস্যরা আজ হাজির হয়েছিল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এ। সন্ধানী চমেক এর উদ্যোগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সহায়তায চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এ একটি নারীস্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয় । এতে উপস্থিত ১৫৪ জন শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ করা হয় ।
সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোসাম্মদ জেবুন্নেছা ম্যাম , সহকারী অধ্যাপক ডা. সোয়েলা শাহনাজ ম্যাম ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. আনিকা ইবনাত , ডা. রিফাত তাসনিম বাবু ।
৫৮ তম প্রজন্মঃ ডা. বিবি আয়েশা
৫৯ তম প্রজন্মঃ তাসনোভা
৬০ তম প্রজন্মঃ মাত্রা , রাইদা , রিমা
৬১ তম প্রজন্মঃ সুস্মিতা , রাহি , মাসুমা , আইবী , প্রিমুন , কেয়া , জেরিন
৬২ তম প্রজন্মঃ শাহীন , মৌ , পূজা , শারমিন , শাকিলা
সমন্বয়কঃ রাইদা , সুস্মিতা , শাকিলা