মজুদকৃত রক্তের পরিমাণ
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটে
A(+ve) – ১৩ ইউনিট
B(+ve) – ০৯ ইউনিট
O(+ve)- ০৬ ইউনিট
AB(+ve) – ০২ ইউনিট
A(-ve) – ০১ ইউনিট
B(-ve) – ০১ ইউনিট
AB(-ve) -০০ ইউনিট
O(-ve) – ০১ইউনিট
রক্ত মজুদ আছে। প্রয়োজনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানা: সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট ( নতুন একাডেমিক বিল্ডিং এর নীচতলা, কনফারেন্স হলের বিপরীত পার্শ্বে)
অফিস টাইমঃ সকাল ৯.০০টা থেকে দুপুর ২.০০ টা এবং দুপুর ৩.০০ টা থেকে রাত ১১.০০টা পর্যন্ত (সোম থেকে শনি)। রবিবার সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা
টেলিফোন: +৮৮০২৩৩৩৩৫৬৬২৫