স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন কর্মসূচী
আজ ৪ নভেম্বর ২০২১ ,
“প্রচার সপ্তাহ-২১” উপলক্ষ্যে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে নগরীর ২নং গেইট মোড় এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
মোট সংগ্রহঃ ৫ ইউনিট
মোট গ্রুপিংঃ ১৫টি
অংশগ্রহণেঃ
৫৯ তম প্রজন্মঃ রোমান
৬০ তম প্রজন্মঃ এ্যামি,রিমা
৬১ তম প্রজন্মঃ মাজেদ,কেয়া,ইভা,উপমা
৬২ তম প্রজন্মঃ সাবা, এশা, নওশিন, ইসতিয়াক, আবরার,আনিকা,তূর্ণা,শাকিলা,ক্বাবিদ,জোবায়ের,শারমিন
সমন্বয়কঃ ইসতিয়াক, শারমিন