সাহায্যের হাত বাড়িয়ে সন্ধানী চমেক

করোনা মহামারীর শুরু থেকেই বিপর্যস্ত নিম্নবিত্ত মানুষগুলোর পরিবারের পাশে ছিল সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট । তারই ধারাবাহিকতায় সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে সন্দ্বীপ উপজেলার ২ টি পরিবার , নগরীর আকবর শাহ এলাকার ১ টি, চন্দনাইশ পৌরসভার ৬ টি পরিবারসহ মোট ৯ টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়। উল্লেখ্য, গণজমায়েত ছাড়াই বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসা হয়েছে ।

 মোট খাদ্যসামগ্রীঃ
*চাল ৭২ কেজি
*ডাল ৯ কেজি
*তেল ১২ লিটার
*আলু ৪৫ কেজি
*চিনি ৯ কেজি
*পেয়াজ ১৮ কেজি
*লবণ ১৮ কেজি

 

যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আর্থিক সহায়তা ও কায়িক শ্রম দিয়ে সহায়তা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।

 

লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার কার্যক্রমটি চালু থাকবে। আপনারাও পারেন সমাজের গরীব ও অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সাধ্যমত সাহায্য পাঠাতে পারেন আমাদের কাছে। আপনাদের সাহায্য সমাজের ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দিবে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট। 

সাহায্য পাঠানোর মাধ্যম-
বিকাশঃ 01855744111
রকেটঃ 018557441113
নগদঃ 01855744111
 (বি.দ্রঃ মোবাইল ব্যাংকিং (বিকাশ,রকেট,নগদ) এ টাকা পাঠানোর পর উক্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত করে নিবেন)

SANDHANI KALLYAN TAHABI
Account: 0200003027808
Agrani Bank Limited
Chittagong Medical College branch, Panchlaish,Chattogram.

দেশের বাইরে থেকে সাহায্য পাঠানোর ক্ষেত্রে :
SANDHANI KALLYAN TAHABIL
A/C: 0200003027808
Routing:010154933
Br.Code:2706.
Swift code: AGBKBDDH0CH
Agrani Bank Limited Chittagong Medical College branch, Panchlaish,Chattogram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *