বর্তমান মহামারীর সময়ে রক্ত পরিসঞ্চালন সংক্রান্ত বিজ্ঞপ্তি
“জরুরী রক্তের প্রয়োজন” বর্তমানের অন্যতম প্রচলিত শব্দ। এইমুহূর্তে দেশব্যাপী চলছে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। টিকাদান এর সাথে রক্ত সঞ্চালন এর সম্পর্ক থাকায় আর বিষয়গুলো সম্পর্কে অবগত না হওয়ায় দেখা দিচ্ছে নানান বিপত্তি। তাই বিশ্বব্যাপী প্রাণঘাতি করােনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় রক্ত পরিসঞ্চালন সেবায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বর্তমান পরিস্থিতিতে ২৬ এপ্রিল, ২০২১খ্রি: হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিষয়ে নিমােক্ত নির্দেশনা জারী করা হয়: ক) সকল ধরনের কোভিড-১৯ টিকা গ্রহীতা (১ম ও ২য় ডােজ) গ্রহণের ২৮দিন পর রক্ত দিতে পারবেন। তবে অতি জরুরী প্রয়ােজনে যেমন: রক্তের অভাবে জীবননাশ বা জীবন সংশয়, নেগেটিভ রক্তের গ্রুপ বা দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের ক্ষেত্রে কোভিড -১৯ টিকা গ্রহীতা ১৪দিন পর রক্ত দিতে পারবেন। খ) কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তি, করােনা পরীক্ষা নেগেটিভ বা সম্পূর্ণ সুস্থ হওয়ার ২৮দিন পর রক্ত দিতে পারবেন। গ) কোভিড-১৯ টিকা গ্রহীতা, যেকোনাে সুস্থ সবল রক্তদাতা থেকে রক্ত গ্রহণ করতে পারবেন। আসুন, সঠিক বিষয়গুলা জেনে নেই, রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে নিরাপদ রাখি।

Related posts
- No related posts.