ঈদ মোবারক
মুসলিম উম্মাহর প্রধান দুইটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আযহা একটি।মানব মনের ভোগের ক্ষুধা আর পাশবিক চেতনাকে মিটিয়ে দিয়ে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ করে ভ্রাতৃত্বের প্রেরণায় অনুপ্রাণিত করতে বছর ঘুরে আবারো এল দিনটি।
এইবারের ঈদে হয়তো গতবছরের মত উজ্জ্বলতা নেই, করোনার ভয়াল থাবা হয়তো কেড়ে নিয়েছে অনেক প্রিয়জনকে,অনেক হাসি হয়তো মলিন হয়েছে। তবুও আমরা পারি সামাজিক দূরত্ব অনুসরণ করে নিকটাত্মীয় এবং প্রিয়জনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে,সেই সাথে সাহায্যের হাত বাড়াতে পারি অসহায় মানুষের প্রতি। করোনার এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আসুন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ভালোবাসায় সুন্দর করে তুলি নিজেকে, পাশাপাশি নিজের চারপাশের এ সমাজ ও দেশকে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের সকলকে আত্মত্যাগের সঠিক শিক্ষা লালন করে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার তাওফিক দিক (আমীন) ।
ঈদ উল আযহা উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক ও শুভেচ্ছা।