চট্টগ্রামের অক্সিজেন সিলিন্ডার বিক্রয়কেন্দ্র ও অ্যাম্বুলেন্স সেবা দানকারী প্রতিষ্ঠান

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। আজ ( ৯ জুলাই ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৭৮৩ জন। এই ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবেলায় এখন সবচেয়ে প্রয়োজনীয় হয়ে উঠেছে অ্যাম্বুলেন্স সার্ভিস আর অক্সিজেন সিলিন্ডার সরবরাহ। তাই সাধারণ মানুষদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে চট্টগ্রামের সকল গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স সার্ভিস ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারীদের ঠিকানা একসাথে করে দেয়া হলো যেনো অতি সহজে আর অল্প সময়ে জনসাধারণ এই সেবা গুলো পেতে পারে । 

সমাজের সকলের ঐক্যবদ্ধ সচেতনতাই পারে এই ভয়াবহ করোনা মহামারী থেকে বাঁচাতে । তাই সকলে মাস্ক পরি , সুস্থ থাকি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *