আশার আলো বিদ্যাপীঠ এ সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট
গত ২৭ ই জুলাই,২০২৩ খ্রিস্টাব্দে
২৮ জুলাই ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপলক্ষে গ্র্যাজুয়েট উইমেন ইন্টারন্যাশনাল,চট্টগ্রাম এর উদ্যোগে এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় জালালাবাদ আবাসিক,পশ্চিম খুলশীতে একটি ব্লাড গ্রুপিং ও মোটিভেশান প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
মোট ব্লাড গ্রুপিং : ৪৯ টি
অংশগ্রহণে:
৬১ তম প্রজন্ম :উপমা
৬৩ তম প্রজন্ম :আনিকা,মুমতাহিনা
৬৪ তম প্রজন্ম :লিয়া,আলো,শায়লা
সমন্বয়ক:শায়লা
Summery: Blood grouping and motivation programme in ‘Asar alo biddapith’