” বিশ্ব হেপাটাইটিস দিবস ” উপলক্ষে সন্ধানী চমেক ইউনিটের ভ্যাক্সিনেশন কর্মসূচি।

গত ২৮ ই জুলাই , ২০২২ ইং,বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে চট্টগ্রাম নার্সিং কলেজ অডিটোরিয়ামে হেপাটাইটিস বি এবং টাইফয়েড ভ্যাক্সিনেশন কর্মসূচির আয়োজন করা হয়। 🔴মোট হেপাটাইটিস বি ভ্যাক্সিন গ্রহীতা- ২০ জন।🔴 মোট টাইফয়েড ভ্যাক্সিন গ্রহীতা- ৩ জন 🔴মোট স্ক্রিনিং – ১৮ টি। অংশগ্রহণেঃউপদেষ্টা ডা. মোঃ আরাফাত হোসেন।৬০তম প্রজন্মঃ তাহিয়্যা, রিমা।৬১ তম প্রজন্মঃ তাহের, কেয়া, জিম, আইবী, মাজেদ।৬২ তম প্রজন্মঃ জাহিন,…

সন্ধানী চমেকের ভ্যাকসিন কার্যক্রম

সন্ধানী চমেকের ভ্যাকসিন কার্যক্রম আজ (০৬/০৮/২১ইং) সন্ধানী,চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এ হেপাটাইটিস-বি এবং টাইফয়েড প্রতিরোধে ভ্যাক্সিনেশন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।  ভ্যাক্সিন গ্রহীতা :#হেপাটাইটিস_বি_ভ্যাক্সিন (Hepa-B)- ১ম ডোজ -০৫জনসর্বমোট -০৯ #টাইফয়েড ভ্যাক্সিন( vaxphoid)-সর্বমোট-০২জন অংশগ্রহণে- ৫৯তম প্রজন্ম-তাসনোভা,ফাহিম, আরাফাত৬০ তম প্রজন্ম- আসিফা৬১তম প্রজন্ম-জেরিন,আইবী,নিলয়অফিস সহকারী-সুরুজ সকলকে অসংখ্য ধন্যবাদ।