মরণোত্তর চক্ষুদান বিষয়ে প্রকাশিত মনোলগ

মরণোত্তর চক্ষুদান বিষয়ে প্রকাশিত মনোলগ “মানবসত্ত্বার পঞ্চইন্দ্রিয়ের মধ্যে চোখ হল এমন একটি ইন্দ্রিয় যা আমাদের স্বাভাবিক জীবনযাপন এর জন্য, পৃথিবীর সব রহস্যময় সৌন্দর্য মূর্ত হয়ে আমাদের সামনে ধরা দেয়ার জন্য সবচাইতে জরুরি। মনের চোখ দিয়ে আমরা হয়তো অনেক কিছু কল্পনা করে নিতে পারি, কিন্তু চোখের জ্যোতি নিভে গেলে সেই অন্ধকারের কথা হয়তো কোনো স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের পক্ষে অনুভব করা অসম্ভব। তাদের জীবনটা কেমন এক আলোহীন…