আমাদের সাথে কাজ করতে পারেন আপনিও!!!

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট সহোযোগিতা করবে আপনার মানবসেবামূলক কার্যক্রমে।আপনি যদি আপনার প্রতিষ্ঠান/ এলাকা/স্কুল/কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি,রক্তের গ্রুপ নির্ণয়,ভ্যাক্সিনেশন কর্মসূচি,মরণোত্তর চক্ষুদান বিষয়ক সেমিনার,হেলথ ক্যাম্প আয়োজন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

যে সমস্ত প্রোগ্রাম আয়োজন করতে সহযোগিতা করবো আমরাঃ

১)ব্লাড গ্রুপিং প্রোগ্রাম

২)স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি 

৩)টিকাদান কর্মসূচি 

৪)হেলথ ক্যাম্প

৫)মোটিভেশান প্রোগ্রাম 

আবেদন ফরম

নিচের ফরমটি পূরণ করুন অথবা প্রোগ্রামের বিশদ বিবরণ উল্লেখপূর্বক লিখিত একটি দরখাস্ত আমাদের অফিসে নিয়ে আসুন বা মেইলে পাঠানঃ

[wpforms id=”2085″ title=”false” description=”false”]

আমাদের পক্ষ থেকে যে সমস্ত সহোযোগিতা প্রদান করা হবেঃ

ব্লাড গ্রুপিংঃ
১) ব্লাড গ্রুপিং এর প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা সরবরাহ করবো।
২) অল্প সময়ের মধ্যেই রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হবে।
৩) প্রত্যেক ব্যক্তিকে একটা করে গ্রুপিং কার্ড দেয়া হবে যা পরবর্তীতে তার রক্তের গ্রুপের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিঃ
১) রক্তদান কর্মসূচির সকল মেডিকেল সাপোর্ট, ব্লাড ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হবে।
২) রক্তদাতার রক্তের গ্রুপ সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে জানিয়ে দেয়া হবে।
৩) রক্তদাতাকে একটা সন্ধানীর ডোনার কার্ড দেয়া হবে যেটা দিয়ে রক্তদাতা পরবর্তীতে যেকোন সময় সারা বাংলাদেশের সন্ধানীর যেকোন ইউনিট থেকে যেকোন গ্রুপের এক ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করা হবে।
৪) রক্তদাতা ৫ টি মারাত্মক রক্তরোগ (এইডস, সিফিলিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও ম্যালেরিয়া) আছে কিনা তা বিনামূল্যে পরীক্ষা করা হবে।কোন সমস্যা থাকলে জানিয়ে দেয়া হবে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানানো হবে যেটা সারাদেশে শুধুমাত্র সন্ধানীই দায়িত্বের সাথে করে আসছে।

টিকাদান কর্মসূচিঃ
১) প্রাণঘাতী হেপাটাইটিস বি ও টাইফয়েড নির্মূলে সন্ধানী চমেক ইউনিটের কার্যক্রমের আওতায় আপনি পাচ্ছেন সম্পূর্ণ কোল্ড চেইন নিয়ন্ত্রিত হেপাটাইটিস বি ও টাইফয়েডের টিকা।
২) টিকাদান কর্মসূচিতে টিকা সরবরাহের পাশাপাশি সকল মেডিকেল ও টেকনিক্যাল সুযোগ সুবিধা সরবরাহ করা হবে।

হেলথ ক্যাম্পঃ
১) অভিজ্ঞ চিকিৎসকের আয়োজনে ঘটিত হেলথ টিম কাজ করবে আপনার এলাকায় দুঃস্হ মানুষের চিকিৎসা সেবায়।
২) হেলথ ক্যাম্পে আমাদের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধও সরবরাহ করা যেতে পারে।

মোটিভেশান কর্মসূচিঃ
১)আপনার এলাকায় স্বাস্থ্য বিষয়ক প্রচারণায় মানুষকে উদ্বুদ্ধ করবে কাজ করবে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের অভিজ্ঞ টিম।

আপনি প্রোগ্রামের নির্দিষ্ট তারিখ, স্থান ও লোকবল ঠিক করে আজই দরখাস্ত করুন।আপনার প্রোগ্রাম সুন্দর ও সফল হওয়ার নিশ্চয়তা দিচ্ছি আমরা।