আজ ২৪শে ফেব্রুয়ারি, ২০২৩ ইং
সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং ও মোটিভেশন কর্মসূচির আয়োজন করা হয়।
মোট গ্রুপিংঃ ৫৫টি।
মোট সংগ্রহঃ ৩টি।
অংশগ্রহণে :
৬২ তম প্রজন্ম : সামিন, রাজিয়া।
৬৩ তম প্রজন্ম : ইসরাত, হামিম, সাদিয়া, মিথিলা, হালিমা, মহিমা।
৬৪ তম প্রজন্ম : সামিহা, তুহিন, আনান।
সমন্বয়ক: মহিমা, হালিমা।
Today, 24th February, 2023 on the occasion of 30th Chattogram International Trade Fair a voluntary blood donation, blood grouping and motivation programmes have been organized by Sandhani Chattogram Medical College Unit .