আজ ৮ ই আগস্ট , ২০২২ ইং,
Radisson Blu Chattogram Bay View এর উদ্যোগে এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন Radisson Blu Chattogram Bay View হোটেলে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
মোট সংগ্রহঃ ৪১ ইউনিট।
অংশগ্রহণেঃ
৫৯ তম প্রজন্মঃ তিলক, রোমান
৬০ তম প্রজন্মঃ আমজাদ
৬১তম প্রজন্মঃ জেরিন, তাহের, কেয়া
৬২ তম প্রজন্মঃ শিমু, ইয়াসিন
সমন্বয়কঃ ইয়াসিন