স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে হেল্থ ক্যাম্প কর্মসূচী
আজ ৩ রা নভেম্বর ২০২১ ,
“প্রচার সপ্তাহ-২১” উপলক্ষ্যে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে নগরীর জি.ই.সি মোড় এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
মোট সংগ্রহঃ ১১ ইউনিট
মোট গ্রুপিংঃ ৩টি
অংশগ্রহণেঃ
৫৪ তম প্রজন্মঃ ডা. ফারজাউল ইসলাম
৫৯ তম প্রজন্মঃ তাসনোভা
৬১ তম প্রজন্মঃ নিলয়
৬২ তম প্রজন্মঃ সাবা, এশা, নওশিন, শারমিন, দীপান্বিতা, ইশতিয়াক, কেবি সাকিব, জোবায়ের
সমন্বয়কঃ রাইসা ওয়াহিদি এশা






এছাড়াও sensitive expert by pepsodent এর সহযোগিতায় নাসিরাবাদ সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “চারুতলা বিদ্যাপীঠ”- এ একটি জেনারেল হেলথ চেক-আপ, ব্লাড গ্রুপ নির্ণয়, বিএমআই পরীক্ষা ও ডেন্টাল হেলথ চেকআপ এর আয়োজন করা হয়।
এছাড়া শিশুদের মাঝে বিনামূল্যে টুথপেষ্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়।
মোট উপকৃত রোগীর সংখ্যা :১১২জন
মোট ব্লাড গ্রুপিংঃ ৪০ টি
অংশগ্রহণেঃ
উপদেষ্টা ডাঃ আনিকা ইবনাত
৫৮ তম প্রজন্মঃ ডাঃ শ্রাব্যিয়া পারাজুলি, ডাঃ প্রিয়দর্শীনি
৫৯ তম প্রজন্মঃ আরাফাত, ফাহিম
৬০ তম প্রজন্মঃ রিমা, তাহিয়্যা
৬১তম প্রজন্মঃ তাহের, কেয়া, উত্তম, সুস্মিতা, আরমান
৬২ তম প্রজন্মঃ প্রয়াস
সমন্বয়কঃ উত্তম, আরমান










Related posts
- No related posts.