শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সংক্রান্ত
শীতের আগমনে সমাজের এক শ্রেণির মানুষ যখন নতুন নতুন সোয়েটার জ্যাকেট কিনতে ব্যস্ত তখন সমাজের আরেক শ্রেণির মানুষের চোখে মুখে চিন্তার ছাপ এই ভেবে যে শীতের তীব্রতায় কিভাবে কাটবে শীতের দীর্ঘ রাতগুলো , সন্তানের ঠান্ডার কষ্টই বা কিভাবে কমাবে পুরনো ছেঁড়া আর তালি দেওয়া কাঁথা কিংবা পাতলা কম্বলটা দিয়ে ।
কম্বল নয় শীতের ভোরের খড়কুটো দিয়ে জ্বালানো আগুনটাই হয়ে দাঁড়ায় তাদের একটু দেহ উষ্ণতার একমাত্র অবলম্বন ।
আমরা চাইলেই পারি তাদের সেই কষ্টের দীর্ঘ রাতগুলোকে শীতবস্ত্রের উষ্ণতায় ভরিয়ে দিতে । গত বছরের আপনার পুরনো সোয়েটার কিংবা গরম কাপড়টিই হতে পারে হিম শীতল রাতে এক কাপড়েই কাটিয়ে দেওয়া ১০ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধের ঠোঁটের কোণে এক নির্মল হাসির কারণ ।
আপনার আমার সামান্য সাহায্যই পারবে তাদের শীতনিদ্রা শান্তিপূর্ণ করতে আর তাদের মুখে হাসি ফোটাতে। শীতার্ত মানুষদের সামান্য উষ্ণতা দিতে প্রতিবছরের ন্যায় এবারও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি” এর আয়োজন করতে যাচ্ছে। আপনার অব্যবহৃত সোয়েটার কিংবা গরম কাপড়টি দান করে কিংবা আর্থিক সহায়তার মাধ্যমে আপনিও পারেন এই শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে ।
🔴আর্থিক সহায়তা পাঠাতে পারেন নিম্নোক্ত নম্বরগুলোতেঃ
বিকাশঃ 01855744111
রকেটঃ 018557441113
নগদঃ 01855744111
Account:
0200003027808
SANDHANI KALLYAN TAHABIL
Chittagong Medical College branch
দেশের বাইরে থেকে সাহায্য পাঠানোর ক্ষেত্রে :
A/C: 0200003027808
Routing: 010154933
Br.Code: 2706.
Swift code: AGBKBDDH0CH
SANDHANI Kallyan Tahabil
🔴 শীতবস্ত্র পাঠানোর ঠিকানাঃ
সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট
চট্টগ্রাম মেডিকেল কলেজ,
(নতুন একাডেমিক ভবনের নিচ তলা)
ফোনঃ 02333356625
আপনার সামান্য দানই হয়ে উঠতে পারে কোনো এক দুস্থ পরিবারের হাসির কারণ ।