মানবতার সেবায় মানুষের পাশে সন্ধানী চমেক
দেশ এখন করোনা মহামারীর এক ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে । একদিকে যেভাবে বাড়ছে সংক্রমণের হার তেমনি বাড়ছে মৃত্যু হার । দেশ এখন এমন এক পরিস্থিতির মধ্যে যাচ্ছে যার একদিকে বাড়ছে মানুষের প্রিয়জন হারানোর শোক আরেকদিকে বাড়ছে শ্রমজীবী মানুষগুলোর পরিবারে না খেতে পারার কান্না । করোনা স্থবিরতায় মেহনতি গরীব শ্রমজীবী পরিবারের না খেতে পারার যে নিশ্চুপ হাহাকার তা সমাজের আমরা সবাই মিলে একটু হলেও কমাতে পারি । আর সেই মহৎ উদ্যোগে সন্ধানীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসা সকল ব্যক্তিকে জানাই ধন্যবাদ ।
আপনাদের পাঠানো সাহায্য অসহায়দের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়ত মানবতার স্বার্থে করোনার সকল প্রতিকূলতা সত্ত্বেও কাজ করে যাচ্ছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট সদস্যরা। তারই ধারাবাহিকতায় সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে সিটিজি ইয়ং স্টার সোসাইটি এর সহযোগিতায় পাচঁলাইশ থানার হামজারবাগ এলাকায় ৩০ টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়।
মোট খাদ্যসামগ্রীঃ
*চাল ১২০ কেজি
*ডাল ৩০ কেজি
*আলু ১২০ কেজি
*তেল ১৫ লিটার
*চিনি ১৫ কেজি
*পেয়াজ ৬০ কেজি
*লবণ ৩০ কেজি
যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আর্থিক সহায়তা ও কায়িক শ্রম দিয়ে সহায়তা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার কার্যক্রমটা চালু থাকবে। আপনারাও পারেন সমাজের গরীব ও অসহায় মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সাধ্যমত সাহায্য পাঠাতে পারেন আমাদের কাছে। সেই সাহায্য সমাজের ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দিবে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।
সাহায্য পাঠানোর মাধ্যম-
বিকাশঃ 01855744111
রকেটঃ 018557441113
নগদঃ 01855744111
(বি.দ্রঃ মোবাইল ব্যাংকিং (বিকাশ,রকেট,নগদ) এ টাকা পাঠানোর পর উক্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত করে নিবেন)
SANDHANI KALLYAN TAHABIL
Account: 0200003027808
Agrani Bank Limited Chittagong Medical College branch,
Panchlaish,Chattogram.
দেশের বাইরে থেকে সাহায্য পাঠানোর ক্ষেত্রে :
SANDHANI KALLYAN TAHABIL
A/C: 0200003027808
Routing:010154933
Br.Code:2706.
Swift code: AGBKBDDH0CH
Agrani Bank Limited Chittagong Medical College branch,
Panchlaish,Chattogram.