আজ ২১শে ফেব্রুয়ারি , ২০২৩ ইং মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে বেশ কিছু কর্মসূচি এর আয়োজন করা হয়।
১. সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে নগরীর নিউ মার্কেট সংলগ্ন এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং ও মোটিভেশান কর্মসূচি এর আয়োজন করা হয় ।
মোট সংগ্রহ : ৫ ইউনিট
মোট গ্রুপিং : ৮টি
অংশগ্রহণে :
৬২ তম প্রজন্ম : শারমিন
৬৩ তম প্রজন্ম : বোরহান, নাজিয়া, মেহজাবিন
৬৪ তম প্রজন্ম : ফারিহা, তমাশ্রী
সমন্বয়ক: মেহজাবিন
২. রাউজান ক্লাব এবং অভিযাত্রিক পরিষদের যৌথ উদ্যোগে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর সহযোগিতায় ফটিকছড়িতে একটি স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং ও মোটিভেশান কমর্সূচি এর আয়োজন করা হয় ।
মোট সংগ্রহ : ৫ ইউনিট
মোট গ্রুপিং : ৫ টি
অংশগ্রহণে :
উপদেষ্টা আসমাউল হুসনা রিমা
৬১ তম প্রজন্ম : কেয়া
৬২ তম প্রজন্ম : হাবিবা
৬৩ তম প্রজন্ম : রক্তিম, মারদিয়া
৬৪ তম প্রজন্ম : শৈল্পিতা , সাদিয়া , সামিহা
সমন্বয়ক : মারদিয়া, সামিহা
৩. সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে কাজীর দেউরি অমর একুশে বইমেলা এবং সংলগ্ন এলাকা, নগরীর ২ নং গেইট এবং সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং ও মোটিভেশান কর্মসূচি এর আয়োজন করা হয় ।
মোট সংগ্রহ : ৪ ইউনিট
মোট গ্রুপিং : ৪ টি
অংশগ্রহণে :
উপদেষ্টা আসমাউল হুসনা রিমা
৬১ তম প্রজন্ম : মাজেদ
৬২ তম প্রজন্ম : সামিন
৬৩ তম প্রজন্ম : সাদিয়া, মহিমা, নুরী
৬৪ তম প্রজন্ম : মুনা, রিফা, পৃথা, মুক্তা
সমন্বয়ক: নুরী
৪. সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং ও মোটিভেশন কর্মসূচির আয়োজন করা হয়।
মোট সংগ্রহ : ৪ ইউনিট।
মোট গ্রুপিং : ২২ টি।
অংশগ্রহণে :
৬১ তম প্রজন্ম : জীম
৬২ তম প্রজন্ম : ইয়াসিন
৬৩ তম প্রজন্ম : মুমতাহিনা, নিরমা, মিফতা
৬৪ তম প্রজন্ম : ঐন্দ্রিলা, সাদিয়া, রাইসা, ফারিয়া, মুমতাহিন
সমন্বয়ক : নিরমা, মিফতা
Summary :
Today, 21 february,on the occasion of Martyrs’ Day and International Mother Language Day, a various activities are organized by Sandhani Chattogram Medical College Unit. Voluntary
Blood donation, blood grouping & motivation programmes are arranged.