চব্বিশের জুলাই, এক বিপ্লবের মাস। যে মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে রচিত হয়েছে সংগ্রামী ছাত্র-জনতার সাহসী উপাখ্যান। দেশের অরাজক পরিস্থিতির বিরুদ্ধে সাধারণ মানুষের আত্মত্যাগ ছিনিয়ে এনেছে বিজয়। দেশের মানুষ পেয়েছে মুক্তি।
এই আন্দোলনের বিপ্লবী যোদ্ধাদের মধ্যে একজন চট্টগ্রামের বহদ্দারহাটের ১৪ বছর বয়সী সুজন। পরিবারে তার মা এবং বড় ভাই রয়েছে। অভাবের দায়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি সুজন। সে গত ১৮ই জুলাই গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বর্তমানে তার ড্রেসিং করানো হচ্ছে,তবে পরিবারের আর্থিক অবস্থা অনুকূল না হওয়ায় তার চিকিৎসার খরচ বহন করা সম্ভবপর হচ্ছে না।
বর্তমানে দেশের স্বার্থে নিজের প্রাণ বাজি রাখা ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের পাশে দাঁড়ানো মানবতার দাবি। তাই এই দাবি পূরণ করতে এগিয়ে এসেছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।
মোট সাহায্যকৃত অর্থের পরিমাণ : ৩৬০০ টাকা।
সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক গঠিত ‘বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রজনতার পুনর্বাসন ফান্ড ‘ এ আমরা নিম্নোক্ত উপায়ে তাদের সাহায্য করতে পারি-
বিকাশ : 01639052131
নগদ : 01639052131
রকেট : 016390521318
SANDHANI KALLYAN TAHABIL
A/C : 0200003027808
(দেশের বাইরে থেকে)
Routing : 010154933
Br.Code : 2706
Swift Code: AGBKBDDHOCH
Agrani Bank Limited,
Chittagong Medical College branch, Panchlaish Chattogram.