” বিশ্ব হেপাটাইটিস দিবস ” উপলক্ষ্যে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ রা আগস্ট, ২০২২ ইং, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বিল্ডিং এর নিচ তলায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্বগেইট এবং কান্তা ছাত্রী নিবাস সংলগ্ন এলাকায় হেপাটাইটিস বি এবং টাইফয়েড ভ্যাক্সিন বিষয়ক মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
জনমনে হেপাটাইটিস ও টাইফয়েড সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং প্রতিরোধের জন্য ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যেই সন্ধানীর এমন পদক্ষেপ।
বি:দ্র: প্রতিমাসের প্রথম শুক্রবার সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট কার্যালয়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হয়।

অংশগ্রহণেঃ
৬১ তম প্রজন্মঃ তাহের, মাজেদ
৬২ তম প্রজন্মঃ সাবাহ
৬৩ তম প্রজন্মঃ মিফতা, নিরমা, মিথিলা

সমন্বয়কঃ মিথিলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *