” বিশ্ব হেপাটাইটিস দিবস ” উপলক্ষ্যে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯ ই জুলাই, ২০২২ ইং, ২ নং গেইট সংলগ্ন বিপ্লব উদ্যান এলাকায় হেপাটাইটিস বি এবং টাইফয়েড ভ্যাক্সিন বিষয়ক মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
জনমনে হেপাটাইটিস ও টাইফয়েড সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং প্রতিরোধের জন্য ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যেই সন্ধানীর এমন পদক্ষেপ।
বি:দ্র: প্রতিমাসের প্রথম শুক্রবার সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট কার্যালয়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হয়।
অংশগ্রহণেঃ
৬২ তম প্রজন্মঃ দীপান্বিতা
৬৩ তম প্রজন্মঃ মিথিলা, হৃদিকা।
সমন্বয়কঃ হৃদিকা।