গত ২৮ ই জুলাই , ২০২২ ইং,
” বিশ্ব হেপাটাইটিস দিবস ” উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় হেপাটাইটিস বি এবং টাইফয়েড ভ্যাক্সিন বিষয়ক মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
অংশগ্রহণেঃ
৬২ তম প্রজন্মঃ সামিন, রাজিয়া।
৬৩ তম প্রজন্মঃ সাফায়েত, মিফতা, ঐশী।
সমন্বয়কঃ মিফতা।