বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে মোটিভেশন প্রোগ্রাম
বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ’২১ উপলক্ষে Bangladesh AMR Response Alliance ও Platform এর যৌথ উদ্যোগে এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় এন্টিবায়োটিকের যথাযথ ব্যবহার বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অন্তঃ বিভাগ , বহিঃ বিভাগ, জরুরি বিভাগ, ডেন্টাল ইউনিট ও প্রধানফটকসহ সংলগ্ন এলাকায় একটি মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের মাঝে এন্টিবায়োটিক সচেতনতা সংক্রান্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
অংশগ্রহণেঃ
৫৯ তম প্রজন্মঃ রোমান, আরাফাত
৬০ তম প্রজন্মঃ তাহিয়্যা
৬১ তম প্রজন্মঃ কেয়া, জিম, মাজেদ, তাহের, ইভা, নিলয়, মিম, রাইসা,জেরিন, উত্তম, রাহাত
অযথা, অপর্যাপ্ত ও অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক গ্রহণ এবং এন্টিবায়োটিক কোর্স নিয়ম না মেনে এন্টিবায়োটিক গ্রহণের ফলে এন্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু তৈরী হয় যার বিনাশ প্রচলিত এন্টিবায়োটিক দ্বারা সম্ভব হয়না।
আসুন সচেতন হই, নিজেকে ও নিজের পরিবার কে সুরক্ষিত রাখি।