গত ৯ই এপ্রিল, রোজ রবিবার,
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল ও এর আশেপাশের এলাকাসমূহে রিক্সাচালক ও গরীব পথচারীদের মধ্যে ইফতার বিতরন করা হয়।
অংশগ্রহণেঃ
৬১ তম প্রজন্মঃ উপমা।
৬২ তম প্রজন্মঃ ইয়াছিন, সামিন।
৬৩ তম প্রজন্মঃ প্রাপ্তি, সাদিয়া, মহিমা, মিথিলা।
সমন্বয়কঃ মিথিলা।
আপনারাও পারেন সমাজের গরীব ও অসহায় মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সাধ্যমত সাহায্য পাঠাতে পারেন আমাদের কাছে।
সেই সাহায্য সমাজের ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দিবে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট ।
নিম্নোক্ত মাধ্যমে পাঠাতে পারেন আপনার সাহায্যঃ
SANDHANI ZAKAT FUND
A/C: 0200003021839
Agrani Bank Limited
Chittagong Medical College branch,
Panchlaish, Chattogram
মোবাইল ব্যাংকিংঃ
বিকাশঃ01860527396
রকেটঃ 018605273963
নগদঃ 01860527396
দেশের বাইরে থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে :
SANDHANI ZAKAT FUND
A/C: 0200003021839
Routing:010154933
Br.Code:2706.
Swift code: AGBKBDDH0CH
Agrani Bank Limited
Chittagong Medical College branch,
Panchlaish, Chattogram.
[ বি.দ্রঃ মোবাইল ব্যাংকিং(বিকাশ, রকেট, নগদ)এ টাকা পাঠানোর পর উক্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত করার অনুরোধ রইলো। ]