কারো মুখে হাসি ফোঁটাতে পারাই জীবনের প্রকৃত আনন্দ খুঁজে নিতে সাহায্য করে। কিছু অস্বচ্ছল মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, দুর্বিষহ জীবনে মুখে এক চিলতে হাসির রূপরেখা তৈরির জন্য সন্ধানী জন্মলগ্ন থেকেই সামাজিক মানবতামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এই বছরও পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘবের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।গত ১০ ই এপ্রিল,২০২৩ ইং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কার্যালয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পরিচ্ছন্নতা কর্মী এবং চট্টগ্রাম নগরীর রাজাখালি এলাকার নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছেঃ
(১)৫ কেজি চাল
(২)১ কেজি ডাল
(৩)২ কেজি চিনি
(৪)১ কেজি লবন
(৫)আধা কেজি সেমাই
(৬)১ কেজি ছোলা
(৭)১ কেজি পেঁয়াজ
(৮)১ লিটার সয়াবিন তেল
প্রতি বছরের মত এ বছরও সন্ধানীর উদ্যোগে যাকাত সংগ্রহ করা হচ্ছে।
জয় হোক মানবতার, জয় হোক সন্ধানীর।
আপনার যাকাতের অর্থ প্রেরণ করতে পারেন নিম্নোক্ত মাধ্যমেঃ
SANDHANI ZAKAT FUND
A/C: 0200003021839
Agrani Bank Limited
Chittagong Medical College branch,
Panchlaish, Chattogram
মোবাইল ব্যাংকিংঃ
বিকাশঃ01860527396
রকেটঃ 018605273963
নগদঃ 01860527396
দেশের বাইরে থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে :
SANDHANI ZAKAT FUND
A/C: 0200003021839
Routing:010154933
Br.Code:2706.
Swift code: AGBKBDDH0CH
Agrani Bank Limited
Chittagong Medical College branch,
Panchlaish, Chattogram.
[ বি.দ্রঃ মোবাইল ব্যাংকিং(বিকাশ, রকেট, নগদ)এ টাকা পাঠানোর পর উক্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত করার অনুরোধ রইলো। ]