আজ ১৭ই মার্চ ২০২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে নিম্নলিখিত কর্মসূচির আয়োজন করা হয়।

১. চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, সহকারী পরিচালক ডা. রাজিব পালিত, অধ্যাপক ডা.এ কে এম রেজাউল করিম, অধ্যাপক ডা. এম এ সাত্তার, সহযোগী অধ্যাপক ডা. প্রণয় কুমার দত্ত।

মোট সংগ্রহ : ০১ ইউনিট

অংশগ্রহণে :
৬১ তম প্রজন্ম : কেয়া, উপমা, মাজেদ
৬২ তম প্রজন্ম : সামিন
৬৩ তম প্রজন্ম : সাদিয়া
৬৪তম প্রজন্ম : শাওন, মুমতাহিনুল, নাজমুল, তানজিনা

২. সুইডেন বাংলাদেশ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম এর উদ্যোগে ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় কাপ্তাই, রাঙ্গামাটিতে একটি স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশান কর্মসূচির আয়োজন করা হয়।

মোট সংগ্রহ : ০৫ ইউনিট

অংশগ্রহণে:
উপদেষ্টা আসমাউল হুসনা রিমা
৬২তম প্রজন্ম: ইয়াসিন

সমন্বয়ক: ইয়াসিন আরাফাত

৩. সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং ও মোটিভেশান কর্মসূচির আয়োজন করা হয়।

মোট গ্রুপিং : ৪৬ টি
মোট সংগ্রহ : ০৩ ইউনিট

অংশগ্রহণে :
৬১ তম প্রজন্ম : কেয়া, মাজেদ
৬২তম প্রজন্ম : সামিন
৬৩তম প্রজন্ম : সাদিয়া, ফারহানা, রোকসাত, মারদিয়া
৬৪তম প্রজন্ম : শাওন, মুমতাহিনুল, নাজমুল, তানজিনা, তুহিন

সমন্বয়ক : তানজিনা আফরিন, উম্মে সালমা তুহিন

৪. সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে নগরীর ২ নং গেইট এবং সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং ও মোটিভেশান কর্মসূচির আয়োজন করা হয় ।
মোট গ্রুপিং : ০৪টি

অংশগ্রহণে :
৬২ তম প্রজন্ম : রাজিয়া
৬৪ তম প্রজন্ম : স্নেহা

সমন্বয়ক: ফারহানা আহমেদ স্নেহা

Summary :

Today, on the occasion of 103rd birth anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children’s Day, a various activities are organized by Sandhani Chattogram Medical College Unit. Voluntary
Blood donation, blood grouping & motivation programmes are arranged.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *