আজ ২৬শে আগস্ট,২০২৩ ইং,
সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে হেপাটাইটিস বি, জরায়ুমুখ ক্যান্সার, ইনফ্লুয়েঞ্জা ও টাইফয়েড ভ্যাক্সিন সম্পর্কে মোটিভেশন, লিফলেট বিতরণ, পোস্টারিং প্রোগ্রামের আয়োজন করা হয় ও ইন্টার্ন ডক্টরস রুমে লিফলেট বিতরণ করা হয়।
অংশগ্রহণে:
উপদেষ্টা আসমাউল হুসনা রিমা
৬১তম প্রজন্ম: উপমা
৬২ তম প্রজন্ম: শারমিন
৬৩তম প্রজন্ম: নাজিয়া,হৃদিকা
৬৫ তম প্রজন্ম: মাহি, নিশপা
সমন্বয়ক : হৃদিকা সরকার।