কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতিতে পানি স্থায়ী হওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে বানভাসি মানুষদের। বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অধিকাংশ খেটে খাওয়া মানুষকে বন্যা পরিস্থিতিতে পরিবারসহ অভুক্ত থাকতে হচ্ছে। দিনে এনে দিনে খাওয়া মানুষের আয় রোজগার প্রায় বন্ধ বলা চলে কেননা কাজ নেই তো অন্নও নেই। দোকানপাটও খোলার অবস্থা নেই। চারদিকে যেন খাবার অন্বেষণের চিন্তায় মানুষ জর্জরিত। ক্ষুধার কঠিন যন্ত্রণা যেন শিশু, যুবক, বৃদ্ধ সকলের চেহারায় ভাসমান। খেটে খাওয়া মানুষগুলোর এমন কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।
সন্ধানী চমেক ইউনিটের পক্ষ থেকে ১৬ টি পরিবারে চাল, ডাল এবং তেল বিতরণ করা হয়
সন্ধানীর এই পদক্ষেপ তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়ে তুলবে।
জয় হোক মানবতার, জয় হোক সন্ধানীর।